রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১৯ মার্চ ২০২৫ ২০ : ৫৫Krishanu Mazumder
ভারত-৩ মালদ্বীপ-০
(রাহুল, লিস্টন, সুনীল)
আজকাল ওয়েবডেস্ক: সুনীল ফিরতেই জয়ের সরণীতে ভারত। সুনীল ফিরতেই জয়ের পাসওয়ার্ডও খুঁজে পেল মানোলোর ভারত।
সুনীল ফিরলেন, গোল করলেন। গ্যালারিতে দেখা গেল, ''ওয়েলকাম ব্যাক।'' ভারতের হয়ে অভিষেক ম্যাচে গোল করেছিলেন সুনীল। তার পরে প্রতিটি মাইলস্টোনের ম্যাচে তিনি প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন। শিলংয়ে প্রত্যাবর্তনের ম্যাচেও সুনীল গোল করলেন। দেখিয়ে দিলেন, বয়স চল্লিশ ছুঁলেও তিনি এখনও গোলমেশিন। তিনি এখনও একমেবাদ্বিতীয়ম।
সুনীল ছেত্রী সেই ক্যাপ্টেন, যিনি দিগভ্রষ্ট হওয়া একটা জাহাজকে নিয়ে যেতে পারেন নিরাপদ ঠিকানায়। শিলংয়ের সবুজ গালচেয় ভারত ৩-০ গোলে বিধ্বস্ত করল মালদ্বীপকে। ১৬ মাস পরে জয়ে ফিরল ভারত।
সেই সঙ্গে পড়শি দেশ বাংলাদেশকেও বার্তা পাঠিয়ে রাখল। লিস্টনের ভাসানো বল থেকে এক ছোবলে সুনীল ছেত্রী গোল করলেন। দলের তৃতীয় গোল। সেই গোল নিশ্চয় দেখেছেন বাংলাদেশে সদ্য আসা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী।
চলতি মাসের ২৫ তারিখ তো হামজা বনাম সুনীলের লড়াই নিয়ে ফুটছে এপার-ওপার। সেই ম্যাচে কী হবে, তার উত্তর দেবে সময়। তবে এই বুধরাত তো উদযাপনের। সুনীল ছেত্রীকে দু'চোখ ভরে দেখার। নামেই ভারত-মালদ্বীপ প্রীতি ম্যাচ। আসলে তা হয়ে গিয়েছিল সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনের ম্যাচ। সেই ম্যাচে বাংলার জামাই লেটার মার্কস পেয়ে পাস করলেন।
সুনীল মানে ভারতীয় ফুটবলের নীল আকাশ। আকাশের সীমা নেই। সুনীল ছেত্রীর অবদানও বিশাল-বিপুল এদেশের ফুটবলে। শীত-গ্রীষ্ম-বর্ষা-সুনীল ছেত্রীই ভরসা। বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া এই শব্দবন্ধনী সুনীল ছেত্রীর জন্য ব্যবহার করা হলেও তা পুরনো হবে না। এদিনের প্রীতি ম্যাচ সুনীলের ম্যাচ বললেও অত্যুক্তি হবে না।
২০২৪ সালের ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবলের সূর্য অস্তাচলে গিয়েছিল। ২০২৫ সালের ১৯ মার্চ। প্রত্যাবর্তন ঘটল আইকনিক ১১ নম্বর জার্সির। ভারতও জয়ের গন্ধ পেল। মাঝের এই সময়ে জয় যে অধরা ছিল নীল জার্সিধারীদের।
একজনের ছোঁয়ায়, একজনের উপস্থিতি বদলে দিল একটা দলকে। সুনীল ছেত্রী আইএসএলে গোল করছেন, ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন। সেই পুরুষসিংহ এখনও মাঠে নেমে বিদ্যুৎগতিতে দৌড়ন, তাঁর অনুজ ফারুক চৌধুরীর সঙ্গে ওয়ান-টু খেলে মালদ্বীপের পেনাল্টি বক্সে কাঁপুনি ধরাতে পারেন। আবার ভুল হলে বকুনিও দেন।
সুনীল ছেত্রী এখনও স্পট জাম্পে আকাশ ছুঁতে পারেন। খেলার শুরুতেই কর্নার থেকে তাঁর আকাশছোঁয়া লাফ মালদ্বীপের বক্সে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মতো। কর্নার থেকেই রাহুল ভেকে এগিয়ে দেন ভারতকে। তার পরেও একাধিক গোলের সুযোগ তৈরি করে নীল জার্সিধারীরা। কিন্তু চা পানের সময়ে ঠোঁট ও পেয়ালার মধ্যে যে দূরত্ব থাকে, এক্ষেত্রেও তাই থেকে যায়।
দ্বিতীয়ার্ধে লিস্টন ম্যাজিকে ভারতের দ্বিতীয় গোল। খেলার ৭৬ মিনিটে সেই দুর্দান্ত ফ্রেম। সুনীল ছেত্রী তড়িৎগতিতে জায়গা নিচ্ছেন। লিস্টনের সেন্টার থেকে মাথার ছোবলে বল পাঠালেন জালে। মালদ্বীপের দীঘল চেহারার গোলকিপার দেখলেন বল জালে জড়াচ্ছে। তাঁর কিছু করার নেই।
৮৩ মিনিটে তুলে নেওয়া হল সুনীলকে। তিনি তাঁর কাজ করে দিয়েছেন। যে মানোলো তাঁকে দলে ফেরানোর পরে গোটা দেশে 'গেল গেল' রব তুলেছিল, সেই দেশই আজ সুনীলের প্রশংসা করছে। মানোলোর মুখে খেলে গেল কয়েক হাজার ওয়াটের আলো। কোচের চেয়ারে বসার পরে প্রথম জয় পেলেন।
সুনীল ছেত্রী সেই ফুটবলার, যাঁর জন্য বলতে ইচ্ছা করে, আপনি এলেন, দেখলেন আর জিতে নিলেন। একটু ভুল হয়ে গেল, আপনি এলেন, খেললেন এবং গোল করলেন। এই সুনীল ছেত্রীকেই তো এতদিন ধরে দেখে এসেছে ভারত। তিনি গৃহস্থের গর্ব, পড়শির ঈর্ষা।
নানান খবর

নানান খবর

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ